ঢাকা: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে শাহীন খন্দকার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতাদের সম্পর্কে অশ্লীল, বানোয়াট তথ্য ও গুজব ছড়িয়ে আসছিলেন শাহীন।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
পিএম/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।