শুক্রবার (১ নভেম্বর ) রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন অতিক্রমকালে রেললাইনের পাত ভেঙে যায়।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন চলাচলের কারণে রেললাইনের পাত গরম হয়ে ভেঙে গেছে। সংবাদ পেয়ে সান্তাহার জংশন থেকে রেলের ইঞ্জিনিয়ার বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর রেললাইনের মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ