ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিলেট: সিলেট-তামাবিল সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় বসর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ওই সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার বাস স্টেশন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত বসর মিয়া উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তামাবিল হাইওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ইউনুস আলী বলেন, ঘটনার সময় ওই বৃদ্ধ রাস্তার পাশ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। এমন সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন বসর মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে বলেন, ৬ মেয়ের জনক নিহত বসর মিয়া হতদরিদ্র ছিলেন। তার পরিবারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এক অর্থে ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

রাত ১১টার দিকে স্থানীয় লোকজন পরস্পরের সহায়তায় মরদেহ বিনা ময়না তদন্তে দাফন করার উদ্যোগ নিয়েছেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।