ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় ফেরির সঙ্গে স্পিডবোটের ধাক্কা, ১৮ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
পদ্মায় ফেরির সঙ্গে স্পিডবোটের ধাক্কা, ১৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় ১৮ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে পুরুষ ও শিশুসহ ৮ যাত্রীকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং চ্যানেলের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোন কর্মকর্তা দুর্ঘটনার কথা স্বীকার করেনি।

 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, শিমুলিয়া ঘাট থেকে ১৮ যাত্রীবহন করে কাঁঠালবাড়ী ঘাট যাচ্ছিল একটি স্পিডবোট। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি কে-টাইপ ফেরির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এসময় ১৮ জন স্পিডবোট যাত্রী আহত হয়। এর মধ্যে এক শিশু, চালক ও নারীসহ ৮জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তবে চারজন যাত্রীর অবস্থা খুবই আশংকাজনক।  

তিনি আরও জানান, এই ঘটনায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কোন সাড়া পাওয়া যায়নি। দুর্ঘটনার কবলে পড়া স্পিডবোটটির মালিক মাদারীপুর জেলার শিবচর এলাকার জালাল শেখ।  

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।