শুক্রবার (০১ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে ধানমন্ডি ১১/এ সড়কে ৮২ নম্বর বাড়ির সামনে লাল স্কচটেপ মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখা যায়। এরপর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুটিকে টেনিস বল হিসেবে সনাক্ত করেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা করে জানিয়েছেন এটি বোমা নয়। তারা বলেছেন লাল স্কচটেপে মোড়ানো বস্তুটি টেনিস বল।
বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
পিএম/জেআইএম