শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসীর ধারণা, মালয়েশিয়া পাচারের জন্য তাদের এখানে আনা হয়েছিল।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী বাংলানিউজকে বলেন, রাতের অন্ধকারে কিছু নারী-পুরুষের গতিবিধি ও চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকার কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে যায়। এসময় তারা নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে দেখতে পেয়ে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে। ’
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাচারের জন্য তাদের সেখানে জড়ো করা হয়েছিল। পাচার কাজে কারা জড়িত এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এছাড়া জিজ্ঞাসাবাদ শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরৎ পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসবি/এসএ