ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে জোড়া খুন: সন্দেহের তীর নতুন গৃহকর্মীর দিকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
ধানমন্ডিতে জোড়া খুন: সন্দেহের তীর নতুন গৃহকর্মীর দিকে

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্ত্রী ও ‍গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় ওই বাসার নতুন এক গৃহকর্মী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। হত্যার পর নতুন ওই গৃহকর্মী বাসা থেকে পালিয়ে গেছে, সিসিটিভি ফুটেজ দেখে এমন ধারণাই করছে পুলিশ।

ওই বাসার মালিক কাজী মনির উদ্দিন তারিম। নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগম তার শাশুড়ি।

হত্যার শিকার গৃহকর্মীর নাম দিতি। এদিকে, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে বলে অভিযোগ করেছেন তারিম।

আরও পড়ুন>>>ধানমন্ডিতে গৃহকর্ত্রী-গৃহকর্মীকে গলাকেটে হত্যা

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেছেন, ওই গৃহকর্মীকে ধরতে অভিযান চলছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তারিমের শ্বশুরের ব্যক্তিগত সহকারী (পিএস) বাচ্চু ও ওই বাড়ির ইলেকট্রিশিয়ান বেলায়েতকে আটক করা হয়েছে। আমরা জানতে পেরেছি, বাচ্চুই নতুন গৃহকর্মীকে নিয়ে এসেছিল।

তিনি আরও বলেন, সার্বিক আলামত বিবেচনায় নিয়ে জোড়া খুনের ঘটনায় নতুন গৃহকর্মীকেই সন্দেহ করা হচ্ছে। সে একাই কাজটি করেছে নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে গৃহকর্মীর ছবি সংগ্রহ করা হয়েছে। তাকে ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

এর আগে শুক্রবার (১ নভেম্বর) রাতে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতির মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।