ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশ‌নে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
চরফ্যাশ‌নে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ব‌রিশাল:  ভোলার চরফ্যাশ‌নে মে‌হেদী হাসান রা‌ব্বি (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র‌কে পিটিয়ে হত্যা করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২ ন‌ভেম্বর) দুপু‌রে তার মর‌দে‌হের ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

‌নিহত স্কুলছাত্র মে‌হেদী হাসান রা‌ব্বি চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়া‌র্ডের বা‌সিন্দা আবুল কালাম নান্নুর ছে‌লে।

সে স্থানীয় দ‌ক্ষিণ ফ্যাশন নিম্ন মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে এ হাসপাতালের মর্গেই তার ময়নাতদন্ত শেষ হয়।

নিহ‌ত স্কুলছাত্রের চাচা‌তো ভাই শাহীন হাওলাদার বাংলানিউজকে বলেন, শুক্রবার বি‌কে‌লে স্থানীয় শাহজাহান মোল্লা বা‌ড়ির মাদ্রাসায় খেল‌তে যায় মেহেদী। খেলা শে‌ষে পা‌নি খে‌তে গি‌য়ে মে‌হেদীর সঙ্গে স্থানীয় বা‌সিন্দা আব্দুল আলীর ছে‌লে ইকরা‌মের রাগারা‌গি হয়। এসময় মে‌হেদী‌কে মারধর এবং ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ইকরাম। এ‌তে ঘটনাস্থ‌লেই মে‌হেদী অ‌চেতন হ‌য়ে পড়‌লে খবর পে‌য়ে স্বজনরা সেখানে যায়।

‘ঘটনাস্থ‌লে গি‌য়ে মে‌হেদী‌কে উদ্ধার ক‌রে প্রথ‌মে স্থানীয় ও প‌রে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ’

‌তি‌নি আরও ব‌লেন, ঘটনার সঙ্গে আর কে কে জ‌ড়িত তা জানা না গে‌লেও আমরা খবর পে‌য়ে সেখানে গি‌য়ে ইকরাম ও তার বাবা আব্দুল আলীসহ বেশ ক‌য়েকজন‌কে দেখ‌তে পাই।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সামসুল আ‌রে‌ফিন বাংলানিউজকে জানান, এ ঘটনার পর নিহত মে‌হেদীর চাচা মো. ব‌শির উল্লাহ থানায় লি‌খিত অ‌ভি‌যোগ করছেন। সেই অ‌ভি‌যো‌গের সূত্র ধ‌রে আব্দুল আলী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। অভিযুক্ত বাকিদের গ্রেফতা‌রে অ‌ভিযান চল‌ছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।