ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা ইউসুফ তালুকদার (৭০) ও তার ছেলে আলমাস তালুকদারকে (৪৩) আটক করেছে পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মঈনুল হাসান জানান, গোপন সংবাদে ভোরে ওই উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ইউসুফ ও তার ছেলে আলমাসকে আটক করা হয়।

এসময় ইউসুফের কাছ থেকে ৪ হাজার ও আলমাসের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘরের বারান্দার সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আরও ৩০ হাজার ইয়াবা পিস জব্দ করা হয়।  

এ ব্যাপারে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।