ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীতে ময়না দেবনাথ (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) সকালে নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওকছেদ আলীর (ঠাকুর মেম্বার) ইটভাটা সংলগ্ন একটি ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ময়না দেবনাথ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া গ্রামের আবুল দেবনাথের মেয়ে ও গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

শনিবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই থেকে ডোবা থেকে হাঁস আনতে যায় ময়না। এরপর বাড়িতে ফিরে হাত মুখ ধুতে গিয়ে নিখোঁজ সে। পরিবারের লোকজন রাতভর অনেক খোঁজাখুঁজি করে ময়নাকে পায়নি। সকালে ইটভাটার শ্রমিকরা কাজে এলে ময়নার মরদেহ ডোবার পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানায়।
 
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়নাকে গলাটিপে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।