ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার (০২ নভেম্বর) সকালে পৌর টাউনহলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
 
র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
 
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমবায় বিভাগের আহ্বায়ক খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।        
 
এসময় খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা সমবায় কর্মকর্তা রতন কান্তি রওয়াজা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে জেলার শ্রেষ্ঠ পাঁচটি সমবায় ও পাঁচজন সংগঠককে পুরস্কৃত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এডি/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।