ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি  সংঘর্ষে নূরী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই স্কুলছাত্র। 

শনিবার (০২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের দুবলাই এলাকায় নির্মাণাধীন টেক্সটাইল পলিটেকনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নূরী সদর উপজেলার সড়াতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আহতরা হলেন একই এলাকার মোকছেদ আলীর ছেলে স্বপন মাহমুদ (১৫) ও বেলাল হোসেনের ছেলে আরমান হোসেন (১৫)।

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম কুমার মালী বাংলানিউজকে জানান, কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দেখতে মোটরসাইকেলে আসছিলো ওই তিন স্কুলছাত্র। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিন ছাত্রই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে নূরীর অবস্থা আশংকাজনক হওয়ার তাকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।