ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লোভ-মোহ ত্যাগ করার আহ্বান নন্দপাল মহাস্থবিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
লোভ-মোহ ত্যাগ করার আহ্বান নন্দপাল মহাস্থবিরের

খাগড়াছড়ি: হিংসা-হানাহানি, লোভ-মোহ ত্যাগ করে গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বনভান্তের প্রধানতম শিষ্য নন্দপাল মহাস্থবির। 

এছাড়া তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মৈত্রীবাণী প্রচার-প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ এবং মাদক ও সব অধর্ম কাজ ত্যাগ করে ভালোর পথে কাজ করার পরামর্শ দেন।

শনিবার (০২ নভেম্বর) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অজল চুগ বন বিহারে পঞ্চম মহান কঠিন চীবর দান উৎসবে তিনি এ আহ্বান জানান।

কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক নাথুরাম চাকমার সভাপতিত্বে ধর্মদেশনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা প্রমুখ।  

অনুষ্ঠানে বুদ্ধ বংধ মহাথের, সত্যমতি ভান্তে, শুভ বর্ধন মহাস্থবিরসহ তিন পার্বত্য জেলার শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেন।
 
এ উপলক্ষে সকালে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান উৎসর্গ করা হয়। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে নন্দপাল মহাস্থবির খাগড়াছড়িতে আসেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।