ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে হোম সোলার সিস্টেমের পাখা ও সড়ক বাতি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
গাংনীতে হোম সোলার সিস্টেমের পাখা ও সড়ক বাতি বিতরণ এক নারীর হাতে সোলার সিস্টেমের পাখা তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ৩৪২ জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সোলার হোম সিস্টেম বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ৩৬টি সড়ক বাতিও বিতরণ করা হয়।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন মেহেরপুর-২ ( গাংনী ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস পচু, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মকলেচুর রহমান মুকুলসহ আওয়ামী লীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, সরকারি বরাদ্দ নিয়ে যারা দুর্নীতির আশ্রয় নেবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চলতি ২০১৮-১৯ অর্থ বছরে এক কোটি ৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে গাংনী উপজেলার ৩৪২ জনের মধ্যে হোম সোলার সিস্টেমের পাখা এবং ৩৬টি সড়ক বাতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।