ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘বিজ্ঞান-গবেষণা মানবকল্যাণে কাজে লাগাতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
‘বিজ্ঞান-গবেষণা মানবকল্যাণে কাজে লাগাতে হবে’ বক্তব্য রাখছেন মোহাম্মাদ মুনীর চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও মহাকাশ গবেষণা করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।  
 

শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞান জাদুঘরে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৯৮ শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বর্তমানে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বহু অসাধ্য সাধন করা যাচ্ছে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় আমাদের সচেতন থাকতে হবে। পলিথিন-প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে। দূষণের কারণে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। জীবনকে প্রকৃতি ও বিজ্ঞান দিয়ে সাজাতে হবে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও মহাকাশ গবেষণা করে পৃথিবী এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।  

বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় আরও বক্তব্য রাখেন জাদুঘরের সিনিয়র কিউরেটর এস এম শফিউল আলম তালুকদার, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা।

আলোচনা শেষে লতিফা সুমাইয়া জান্নাতী, রুবাইয়া আমরিন মৌ, মেশকাত আহমেদ হিমেলকে শ্রেষ্ঠ বিজ্ঞান বক্তৃতার জন্য পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।