শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামে এ ঘটনা ঘটে।
সিনথিয়া ওই গ্রামের রফিজুল ইসলাম পাইকের মেয়ে।
স্থানীয়রা জানান, সিনথিয়া খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে তার পরিবারের লোকজন। পরে সিনথিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুন মোল্লা।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/এএটি