ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ভারতীয় ওষুধসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
ঝিনাইদহে ভারতীয় ওষুধসহ আটক ১

ঝিনাইদহ: ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আইয়ুব খাঁন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (নভেম্বর) দুপুরে সদর উপজেলার সাধুহাটি বাসন্ট্যান্ড তাকে আটক করা হয়। আটক হওয়া আইয়ুব খান রাজবাড়ী সদর উপজেলার কোলা এলাকার মৃত খায়ের মোহাম্মদ খাঁনের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আইয়ুব খান ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ অবৈধভাবে নিয়ে আসছে- এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ লাখ টাকা মুল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।