ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দ নজরুল ইসলামের শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
সৈয়দ নজরুল ইসলামের শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি

কিশোরগঞ্জ: জেলহত্যা দিবস ৩ নভেম্বর। এদিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এ চার নেতার অন্যতম কিশোরগঞ্জের সন্তান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলামের শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে রোববার (৩ নভেম্বর) কিশোরগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের বড় মেয়ে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

বিশেষ অতিথি থাকবেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।

 

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রোববার (৩ নভেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে শোক র্যালির মাধ্যমে কর্মসূচির শুরু হবে। শোক র্যালিটি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হবে। সেখানে সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চলবে।

বাদ জোহর শহীদ সৈয়দ নজরুল ইসলামের গ্রামের বাড়ি যশোদলের বীরদামপাড়া সাহেব বাড়ি জামে মসজিদ, শহরের পাগলা মসজিদ এবং শহীদী মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

পাশাপাশি জেলা সদরের মসজিদগুলোতে বিশেষ মোনাজাত। মন্দির-গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

বিকেল ৪টায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় আলোচনা সভা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে প্রদর্শিত হবে শহীদ সৈয়দ নজরুল ইসলামের রাজনীতি এবং জেল হত্যার ওপর ডকুমেন্টারি।

এছাড়াও শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কিশোরগঞ্জ পৌর এলাকায় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সব কলেজে আলোচনা সভা হবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।