গ্রেফতার রাজন মিয়া র্যাব হেফাজতে।
সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি রাজন মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ নভেম্বর) র্যাব-৯ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার চান্দাই এলাকা থেকে দেশীয় তৈরি একটি পাইপগানসহ রাজনকে গ্রেফতার করা হয়।
রাজন সিলেট সদর উপজেলার আখালিয়া নোয়াপাড়ার বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রাজনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এনইউ/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।