শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাটোর স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরীফ আলী রাজশাহীর কাটাখালী এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান রাতে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর স্টেশন বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময়ে শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা দুই হাজার পিস ইয়াবাসহ শরীফকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসদর থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমইউ