ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, সাতক্ষীরার তালা উপজেলা থেকে বিমল সাহার স্ত্রী সন্ধ্যা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর খুমেক হাসপাতালে ভর্তি হন।

পরে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এ পর্যন্ত খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।