রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাঁধগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফজলুর উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিলেন ফজলুর। রোববার সকালে উপজেলার বাঁধগাড়ি এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন ফজলুর। তাকে গত দুই-তিন মাস শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
কেইউএ/আরবি/