রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
নিহতের মা শেফালী বেগম বাংলানিউজকে জানান, তারা অন্ধ প্রজেক্ট পূর্ব বক্সনগর এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। তার ছোট ছেলে (হোসেন) একটি মাছের খামারে কাজ করতেন। এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন হোসেন। রোববার বিকেলে সেই মেয়েটির বড় বোন তাদের বাড়িতে এসে হোসেনের নামে বিচার দেন। পরে এ বিষয় নিয়ে বড় ভাই হাসানের সঙ্গে হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ছোট ভাই হোসেনের বুকে দুইবার ছুরিকাঘাত করেন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এজেডএস/এএটি