ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না ফাহিমের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না ফাহিমের

সিলেট: পরীক্ষাকেন্দ্র থেকে ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না নাজমুল ইসলাম ফাহিমের। তার আগেই সড়কে ঝরলো তার প্রাণ। ঘাতক বাসের ধাক্কায় ফাহিমের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় পড়ে থাকে তার রক্তাক্ত নিথর দেহ।

সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফাহিম স্থানীয় আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে।

সে ওসমানীনগর মঙ্গলচণ্ডি নিশাত কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ফাহিমের ভাই জেএসসি পরীক্ষা দিচ্ছিল তাজপুর ডিগ্রি কলেজকেন্দ্রে। কেন্দ্র থেকে ছোট ভাইকে বাইসাইকেলে করে আনতে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে বাইসাইলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাহিমের। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।