ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সখীপুরে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
সখীপুরে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে মাদকের জন্য ময়নাল হক (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু আহমেদ (২৯) নামে অভিযুক্ত মাদকাসক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত ময়নাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে এবং গ্রেফতার রাজু একই ওয়ার্ডের মৃত রমজান আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এএইচএম লুৎফুল কবির জানান, শনিবার (২ নভেম্বর) ময়নাল তার বাড়ি থেকে বের হয়ে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ওমর মাস্টারের বাড়ির কাছে পৌঁছালে মাদকাসক্ত রাজু তার পথ আটকায়। সেসময় ময়নালের কাছে রাজু হেরোইন চান। তার কাছে হেরোইন নেই বলতেই রাজু লাঠি দিয়ে ময়নালকে পিটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় ময়নালকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে ময়নালকে রোববার (৩ নভেম্বর) সকালে বাড়ি নিয়ে যায় স্বজনরা। পরে ওইদিন রাতেই আবার ময়নাল অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই নিহত ময়নালের স্ত্রী আর্জিনা বেগম বাদী হয়ে রাজুকে একমাত্র আসামি করে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে আসামি রাজুকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।