ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মার্চেই শুরু হবে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
মার্চেই শুরু হবে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু রেলসেতুর আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলসেতু নির্মাণকাজের ভিত্তিফলক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।  

তিনি বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নের জন্য বহুমুখী অনেক প্রকল্প হাতে নিয়েছে।

তার অন্যতম হলো বঙ্গবন্ধু সেতুর পাশে তিনশ গজ উজানে ডুয়েল গেজ ব্রিজ নির্মাণ করা। ইতোমধ্যে ব্রিজটির টেন্ডারিং প্রসেসসহ সব আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। প্রধামন্ত্রীর দেয়া সময়ানুযায়ী মার্চে আনুষ্ঠানিক নির্মাণকাজের তারিখ নির্ধারণ করা হবে।  

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ভারতের সঙ্গে ৭টি পয়েন্টে রেল যোগাযোগ স্থাপন হয়েছে। দুই দেশের রেল যোগাযোগের ফলে মালামাল পরিবহনের জন্য চুক্তি হয়েছে। মালবাহী কন্টেইনার ও ওয়াগন এসে যাতে মালামাল লোড-আনলোড করতে পারে সে লক্ষে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল নির্মাণের জন্য দু’দেশের কর্মকর্তারা তিনটি স্থান নির্ধারণ করেছেন। এটি কোথায় করা যাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও জামতৈল রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।  

রেলমন্ত্রী পরে কড্ডার মোড় এলাকায় শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন ও সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার ইয়ার্ড ও রায়পুর ইয়ার্ড পরিদর্শন করেন।  

এ সময় তার সঙ্গে রেলওয়ে মহা-পরিচালক মো. শামছুজ্জামান, অতিরিক্ত মহা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এ এস এম আল ফাত্তাহ মাসুদুর রহমান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, বঙ্গবন্ধু সেতুর প্রকল্প পরিচালক কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, প্রচার সম্পাদক শামছুজ্জামান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।