ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব

ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য আরেক আদেশে আগামী ৮ নভেম্বর থেকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বর্তমান সচিব মো. কামাল ‍উদ্দিন তালুকদারের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।