ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জেএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৩ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
জেএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৩ শিক্ষককে অব্যাহতি পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদাসদী বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদাসদী বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা চালাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

তিন শিক্ষক হলেন- সদাসদী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ১৮ নম্বর কক্ষে দায়িত্বরত চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, সদাসদী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের ও গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পারভিন আক্তার।

আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন বাংলানিউজকে জানান, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় বাইরে বেশ কয়েকজন লোক শিক্ষার্থীদের নকল দেওয়ার চেষ্টা করছে। পরে এদের ধাওয়া করে ছাত্রভঙ্গ করা হয়। এ সময় বাহির থেকে এক শিক্ষার্থীকে নকল দেওয়ার অভিযোগে ফায়জুল নামে এক বহিরাগতকে আটক করা হয়।

এক পর্যায়ে সদাসদী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ১৮ নম্বর কক্ষে গিয়ে শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি ধরা পড়ে। এ কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ পূর্বক পরবর্তী সব পরীক্ষার দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) উজ্জল।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন বাংলানিউজকে জানান, পরীক্ষা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সব প্রকার ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।