ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের পর্যটন বিকাশে সহায়তা দেবে থাইল্যান্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বাংলাদেশের পর্যটন বিকাশে সহায়তা দেবে থাইল্যান্ড

ঢাকা: ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের নতুন রাষ্ট্রদূত অরুনরাং ফথোং হামপ্রে বাংলাদেশের পর্যটন খাত বিকাশে দেশটি কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া রোহিঙ্গা সঙ্কটে ঢাকার উদ্বেগ ব্যাংকককে জানানোর আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের নতুন রাষ্ট্রদূত অরুনরাং ফথোং হামপ্রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে তিনি বাংলাদেশের পর্যটন বিকাশে থাইল্যান্ডের কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে বিনিয়োগে লাভ বেশি। এ সময় বাংলাদেশের পযর্টনখাত বিকাশে থাইল্যান্ডের সহায়তা চান ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।