ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনী: ফেনীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ফোজিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ফেনী বড় বাজারে এ অভিযান চালানো হয়।  

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্লাহ।

তিনি বাংলানিউজকে জানান, দুপুরে ফেনী শহরের বড় বাজারে পেঁয়াজের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আবু বক্কর সড়কে ফোজিয়া এন্টারপ্রাইজে কেজিতে ১০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি করায় ম্যানেজার মো. সোহাগকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

একই সময়ে হাজারী মার্কেটে দু’টি দোকানে হরিপদ সাহা ও ভক্তিপদ সাহাকে পাইকারি ক্রয় থেকে খুচরা বিক্রেতাদের কাছে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা বেশি রাখতে দেখা যায়। তাদের দু’জনকেই দোকান বন্ধ করে ক্রয় রশিদ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে বলেন ভ্রাম্যমাণ আদালত।  

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্থ, নির্বাহী ম্যাজিস্ট্রেট  রজত দেব, ফেনী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, জেলা মার্কেটিং অফিসার হারুন উর রশিদ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএইচডি/এফএম/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।