ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে নারী মেম্বরসহ তিন মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
কাশিয়ানীতে নারী মেম্বরসহ তিন মাদকবিক্রেতা আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের (৩,৪,৫ ওয়ার্ড) মহিলা সদস্য নার্গিস সুলতানাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া অপর দুই মাদকবিক্রেতা হলো- একই এলাকার রমজান ও আসলাম।


 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি হাইয়েস মাইক্রোবাসে করে এসব ইয়াবা বিভিন্ন বিক্রয় পয়েন্টে নিয়ে যাবার সময় পুলিশ তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ১৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
  
তিনি আরো জানান, আটকদের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।  

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতইল ইউনিয়নের চেয়ারম্যান এক বছর আগে ওই মেম্বরকে পরিষদের মিটিং থেকে বের করে দিয়েছিলেন। এরপর আর তাকে আর ইউপি অফিসে ঢুকতে দেননি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।