ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সৌদি প্রবাসী চারদিন ধরে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
ফেনীতে সৌদি প্রবাসী চারদিন ধরে নিখোঁজ

ফেনী: ফেনীতে নুরুল আমিন (৩৫) নামে এক সৌদি প্রবাসী গত চারদিন নিখোঁজ রয়েছেন। পরিবারের ধারণা কেউ হয়তো তাকে অপহরণ করে থাকতে পারে। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) তার স্ত্রী ফেনী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ ও পারিবারিক সুত্র জানা যায়, শনিবার (২ নভেম্বর) সকালে সৌদি প্রবাসী নুরুল আমিন বাড়ী থেকে ফেনী শহরের উদ্দেশ্যে রওয়ানা হন।

এর ঘণ্টাখানেক পর থেকে তার মোবাইলে (০১৮৩০-১৬২৪২৩, ০১৬৩১-৭৮৪৫১১) কল করলে বন্ধ পাওয়া যায়। ফলে তার সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাকে না পেয়ে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করা হয়। কিন্তু চারদিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তার স্ত্রী সাবিনা ইয়াছমিন বাংলানিউজকে জানান, প্রায় তিন মাস আগে তার স্বামী সৌদি আরব থেকে দেশে এসেন। নিখোঁজের চার দিনেও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি জানান, পরিবার ধারণা করছে-কেউ তাকে অপহরণ করেছেন। তিনি তার স্বামীকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।