মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তহিরন উপজেলার আইলহাঁস গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে রাস্তার পাশে শুকাতে দেওয়া রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য গোবরের তৈরি ঘুঁটে উঠাচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় একটি ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. সোহানা আহমেদ মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআরএস