ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিজেএমসির চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিব বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
বিজেএমসির চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিব বদলি

ঢাকা: বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) এই রদবদল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দু’টি আদেশ জারি করা হয়েছে।

বিজেএমসির নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ।

বিজিএমসি'র চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাসিমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।  

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। আর বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তীকে স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মাসুদ আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুল হামিদকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে ভূমি মন্ত্রণালয় এবং স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পরিকল্পনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ইফতেখার উদ্দিন খানকে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।