ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত কি‌শোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
গাজীপু‌রে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত কি‌শোর

গাজীপুর: গাজীপু‌রের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় পিকআপভ্যান ও ব্যাটারিচা‌লিত অটোরিকশা সংঘর্ষে আবুল খায়ের (১৭) নামে এক কি‌শোর নিহত হয়েছেন। এ ঘটনায় কমপ‌ক্ষে চারজন আহত হয়েছে।

বুধবার (৬ ন‌ভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পাড়াগাতাশি এলাকার জয়নুদ্দিনের ছেলে।

আহতরা হ‌লেন- সুমন (২৯), শফিকুল ইসলাম (৪০), কাজিম উদ্দিন (৩৫) ও শাহজাহান (৩৮)।

শ্রীপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. আব্দুল মা‌লেক জানান, আবুল খায়ের শ্রীপু‌রের সিঅ্যান্ডবি বাজার এলাকার বাসা ভাড়া থেকে ইউনিলিভারের পরিবেশক রাজ কর্পোরেশনের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতো। সকা‌লে এক‌টি পিকআ‌প ভ্যানে মালপ‌ত্র নি‌য়ে মাওনার দি‌কে যা‌চ্ছিল আবুল খা‌য়ের। এ সময় টেপিরবাড়ী এলাকায় গে‌লে অ‌টো‌রিকশার স‌ঙ্গে তা‌দের পিকআপ‌ ভানের ধাক্কা লা‌গে। এ‌তে অ‌টো‌রিকশা ও পিকআপ ভ্যানটি খা‌দে প‌ড়ে ৫/৬জন আহত হয়। এলাকাবাসী আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌‌লে চি‌কিৎসক আবুল খা‌য়ের‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এ ব্যাপা‌রে আইনি ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ন‌ভেম্বর ০৬, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।