ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে স্ত্রী আসমা বেগমকে (২৬) গলাকেটে হত্যার দায়ে  স্বামী রেজাউল মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (০৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

তার স্ত্রী মৃত আসমা বেগম সাতক্ষীরা জেলার তালা উপজেলার শোভাশেনী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাত ১১টার দিকে আসামি রেজাউল খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাদের ঘরে খাবার খেতে আসা শ্রমিক আলমগীর ডাক দিলে কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের দরজা দিয়ে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পড়ে রয়েছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা শাহজাহান মোড়ল বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।