ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ছবি: প্রতীকি

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিবা নামে ৬ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) সকালে বাবুগঞ্জ প্রেস ক্লাবের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিবা উপজেলার বাবুগঞ্জ বন্দরের রেজাউল খান লিটনের মেয়ে।

সে স্থানীয় বর্ণমালা কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সা তিবাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

পরে, তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিবা।  

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমএস/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।