ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
বান্দরবানে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা

বান্দরবান: বান্দরবানে এক মোটরসাইকেল চালককে খুর দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। 

বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লামা ও বান্দরবান সদর উপজেলার সীমানা এলাকার টংকাবতী ইউনিয়নের রহিম কন্ট্রাক্টরের রাবার বাগানে এ ঘটনা ঘটে।  

হত্যার শিকার আকরাম হোসেন (২৩) লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সাবেক বিলছড়ি এলাকার তবু মিয়া প্রকাশ তোব্বার ছেলে।

তিনি মোটর সাইকেলে ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করত।  

এ ঘটনায় আটক হওয়া মো. বেলাল (১৯) লামা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বৈল্ল্যারচর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে ও নূর হোসেন (২৫) লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড লাচ্ছাই পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।     

মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন লামার সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম সরকার।  

তিনি বলেন, ছিনতাইকরা মোটরসাইকেলসহ এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে।  

সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আশরাফ আলী বলেন, মরদেহ দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সরই পুলিশসহ আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় ছিনতাই হ্ওয়া মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়েছে। মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এ খুনের ঘটনা সংঘঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থল বান্দরবান সদর উপজেলায় পড়েছে, তারপরেও আমরা ঘটনাস্থলে যাচ্ছি।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।