ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
মেহেরপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী মোস্তাক হোসেন (২০) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলার আমদহ গ্রামের আজাদ আলী (৪৫) ও জাহিদ হোসেন (৪০)।

বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

মোস্তাক সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ছমিরুল ইসলামে ছেলে।

আহতদের মধ্যে আজাদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় মুজিবনগর সড়কে একটি ট্রাক্টর দুইটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মোস্তাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাকি দুইজন মেহেরপুর-কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর থেকে ঘাতক ট্রাক্টর ও চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯

এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।