ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র আশরাফুল হক আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র আশরাফুল হক আর নেই

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ আশরাফুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে তিনি তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজা বাদ আসর ৪টা ৪৫মিনিটে সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এদিকে, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র শেখ আশরাফুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

শোক প্রকাশ করে অনুরূপ বিবৃতি দিয়েছেন পৌরসভার বর্তমান মেয়র তাজকিন আহমেদ চিশতি ও পৌর কাউন্সিলরবৃন্দ।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।