ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে জেলেদের। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে শুরু দক্ষিণ জনপদের জেলা ঝালকাঠিতে।

শনিবার (৯ ন‌ভেম্বর) সকাল থেকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

জেলার সুগন্ধা, বিশখালি আর হলতা নদীতে পানি বেড়েছে। বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসান।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

তিনি জানান, দুর্গতদের আশ্রয়ের জন্য জেলায় ৭৪টি সাইক্লোন সেন্টার, স্কুল-কলেজ প্রস্তুত রাখা হয়েছে। জেলা পর্যায়ে সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ন‌ভেম্বর ০৯, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।