ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনার আড়ংঘাটা থানার খালপাড় এলাকায় শাকিল (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে। শাকিল আড়ংঘাটা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি পূর্ব রূপসার মণ্ডল কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাথাড়ি কুপিয়ে আড়ংঘাটা বাজারের মোল্লা অটো রাইস মিলের পাশে ফেলে রেখে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।