ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৩ দিনব্যাপী ঢাকা গ্লোবাল ডায়ালগ শুরু সোমবার 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
৩ দিনব্যাপী ঢাকা গ্লোবাল ডায়ালগ শুরু সোমবার 

ঢাকা: ৩ দিনব্যাপী ঢাকা গ্লোবাল ডায়ালগ শুরু হচ্ছে সোমবার (১১ নভেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আয়োজনের উদ্বোধন করবেন। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ ডায়ালগের আয়োজন করছে।  

এ আয়োজনে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভৌগোলিক, রাজনৈতিক, উন্নয়ন পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বিশ্বের ৫০টি দেশ থেকে প্রায় ১৫০ বিশিষ্টজন এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ আয়োজন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।  

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১১ নভেম্বর এ ডায়ালগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডায়ালগে বিভিন্ন পর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতীয়  জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধব, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, ওআরএফ-এর সভাপতি সমীর সরণ প্রমুখ বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
টিআর/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।