ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: ঢাকাতেও ভারী বর্ষণের আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: ঢাকাতেও ভারী বর্ষণের আভাস রাজধানীতে বৃষ্টিতে সাধারণ মানুষের ভোগান্তি/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে আগামী ৩০ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (০৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে পরবর্তী ৩০ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে এই ভারী বর্ষণ হতে পারে।

তবে এরইমধ্যে দুপুর থেকে ঢাকায় বৃষ্টির মাত্রা বেড়েছে।

সঙ্গে বইছে দমকা হাওয়া।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত জারি হয়েছে।

আর কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রমকালে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলা এবং তাদের অদূরবর্তী চর ও দ্বীপগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ১০০-১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রাম নদীবন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দেশের অন্য নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।