ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দু'জনকে কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
খুলনায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দু'জনকে কারাদণ্ড খুলনায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দু'জনকে কারাদণ্ড

খুলনা: খুলনার নগরঘাট ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে টোল আদায়কারী মো. হাসিব ও মো. আমজাদ হোসেনকে সোয়া দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ নভেম্বর) দুদকের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান তাদের এ সাজা দেন। এছাড়াও ২৫ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, দৌলতপুরের নগরঘাট ফেরিতে গাড়ি পারাপারে অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছিল। খবর পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায় ফেরির টোলঘরে। এসময় সরকার নির্ধারিত ছোট ট্রাক পারাপারে ৪০ টাকার পরিবর্তে সাড়ে ৩শ, মিডিয়াম ট্রাক ১শ টাকার পরিবর্তে ৮শ টাকা, ইজিবাইক ও ভ্যান ১০ টাকার পরিবর্তে ২০ টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে- বাস-ট্রাক ও মোটরসাইকেল পারাপারে ১শ টাকার স্থলে ৬শ টাকা ও ট্রাক ৬শ টাকার পরবির্তে ৮শ টাকা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক মোঃ. ফয়সাল কাদের, কোর্ট পরিদর্শক বিজন কুমার রায় ও সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।