ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সরকারবিরোধী যেকোনো কার্যক্রম নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম।

 

সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বিজিবিসহ সব গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সব বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।  
 
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এডি/কেএসডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।