ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাধবদীতে ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
মাধবদীতে ট্রাকচাপায় নিহত ১

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ট্রাকের চাপায় অসিত ভৌমিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (১১ নভেম্বর) সকালে মাধবদী শহরের রাইন ওকে মার্কেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

অসিত ভৌমিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসদী গ্রামে।

তিনি মাধবদীতে সিলকেন টেক্সটাইল মিলস এর সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, অসিত ভৌমিক সোমবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়েছিলেন। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের রাইন ওকে মার্কেটের সামনে পৌঁছালে মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে নিহত অসিত ভৌমিকের ছেলে সবুজ ভৌমিক এসে মরদেহ শনাক্ত করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তেই তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।