ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চিনিকলের ছাঁটাই করা শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
চিনিকলের ছাঁটাই করা শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে

জাতীয় সংসদ ভবন থেকে: সরকার চিনিকলগুলোতে ছাঁটাই করা শ্রমিকদের পাওনা পরিশোধ করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পাশাপাশি দেশের চিনিকলগুলো লোকসানি প্রতিষ্ঠান হওয়ার পরও নতুন করে চালু করা চিনিকলগুলোতে ছাঁটাই হওয়া শ্রমিকদের স্থানান্তর করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, চিনিকল আমাদের লোকসানি প্রতিষ্ঠান। তারপরেও যেসব চিনিকল নতুন করে চালু করা হচ্ছে সেখানে ছাঁটাই করা শ্রমিকদের স্থানান্তরিত করা হচ্ছে, যেন চাকরিচ্যুত না হয়।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, শ্রমিক ছাঁটাইয়ের কথা যেটা বলা হয়েছে, আমরা সরকরি আইন অনুযায়ী বেতন ভাতাদি পূরণের জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের চিনিকল যেগুলো চালু আছে বা বিভিন্ন সময়ে চালু হচ্ছে সেখানে তাদের স্থানান্তরিত করে যাতে চাকরিচ্যুতি না হয় সেই ব্যবস্থা করছি।

‘চিনিকল যেগুলো বন্ধ আছে, সেগুলোকে চালু করে ছাঁটাই করা শ্রমিকদের সেখানে ব্যবস্থা করেছি ইতোমধ্যেই। এই চিনিকলগুলো অনেক পুরনো হয়ে গেছে, আমরা লোকসান বহন করছি, তারপরেও বিশ্বাস করি শ্রমিকদের সব ধরনের পাওনাই পরিশোধ করবো। ’

আওয়ামী লীগের সংসদ সদস্য মকবুল হোসেনের আরেক সম্পূরক প্রশ্নের উত্তরে শিল্পামন্ত্রী বলেন, চিনিকলগুলো ব্রিটিশ আমলে করা হয়। স্বাধীনতার পর আমাদরে ওপর দায়িত্ব পড়ে। আমরা বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে কলকারখানাগুলো নষ্ট করেছি। কিছুটা বিক্রি করে দিয়েছি, কিছু লুটপাট করেছি যার জন্য এগুলো লাভজনক হয়নি।  

‘আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার নতুন করে যাত্রা শুরু করেছি। বিভিন্ন পর্যায় থেকে বিনিয়োগ আসছে। আমরা বিশ্বাস করি অলাভজনক হবে না। চিনিকলের ছাঁটাই করা শ্রমিকদের পাওনা আমরা পরিশোধ করবো। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসকে/এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।