ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
ঢামেক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের রাস্তা সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামাল উদ্দিন নামে এক পথচারী বাংলানিউজকে জানান, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন মাদকাসক্ত যুবক ওই লোকটিকে কাপড় দিয়ে ঢেকে আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাচ্ছে।

তখন আমি কাপড় উঠিয়ে দেখি এক বৃদ্ধের মরদেহ। সঙ্গে সঙ্গে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, মরদেহ দেখ মনে হচ্ছে নিহত ব্যক্তি ভবঘুরে ছিলো। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।