ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২ মাদকবিক্রেতা আটক, গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
মাগুরায় ২ মাদকবিক্রেতা আটক, গাঁজাসহ প্রাইভেটকার জব্দ গাঁজাসহ আটক দুই জন। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা শহরের পারলা এলাকায় নয়ন ইসলাম (২২) ও মজিদ মণ্ডল (২৫) নামে দুই মাদকবিক্রেতা আটক করেছে সদর থানা পুলিশ। এসময় ৮ কেজি গাঁজাসহ তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালালে ৮ কেজি গাঁজা পাওয়া যায়।

পরে ওই দুই মাদকবিক্রেতাকে আটক হয়। তারা এ গাঁজা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে ফরিদপুর নিয়ে যাচ্ছিল। জব্দকৃত গাঁজার দাম ৫ লক্ষাধিক টাকা।

আটক নয়ন ফরিদপুর সদরের সমোছপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে ও মজিদ মণ্ডল একই জেলার রঘুনাথপুর গ্রামের সোহরাব মণ্ডলের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।